Loading
WhatSong Soundtrack Logo
Are Lovers - Minnaars

Minnaars

Are Lovers

Lyrics

আমি কি দেখেছি হায় একেলা পথে দাড়িয়ে সে ছিল দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাবো তাহারে যে ছিল মনেরও গহিন কোণে আমি কি দেখেছি হায় একেলা পথে দাড়িয়ে সে ছিল দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাবো তাহারে যে ছিল মনেরও অচীন কোণে আকাশে বাতাসে বসন্ত সুবাসে কোকিলের কুহু ডাকে তারই ছোঁয়া অলিতে গলিতে ঘরেতে বাহিরে যেথা যাই ডাকে মোরে তারই ছায়া লা লাল্লা লাল্লে লা লা লে লা লাল্লে লা লাল্লা লাল্লে ও... আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায় তাহারও মনেরও আকুলতা কেন সে বোঝেনি হায় শোনেনি জানেনি হায় আমারও বুকেরও অবুঝ কথা উড়িয়া উড়িয়া ঘুরিয়ে ঘুরিয়া খুঁজিয়া বেড়াই তারে ডানা মেলে এপারে ওপারে দুয়ারে দুয়ারে শহরের খোয়ারে আকা মিছিলে আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায় তাহারও মনেরও আকুলতা কেন সে বোঝেনি হায় শোনেনি জানেনি হায় আমারও বুকেরও অবুঝ কথা লা লা লাল্লে এএএ ও ও ও... আমি কি দেখেছি হায় একেলা পথে দাড়িয়ে সে ছিল দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাবো তাহারে যে ছিল মনেরও গহিন ঘরে।।

SongInfo

Release Year

-

Genres

Indie

Rock

Moods

-

Vocals

-

WhatSong is the worlds largest collection of movie & tv show soundtracks and playlists.

WhatSong Soundtracks Logo

© 2024 WhatSong Soundtracks. All rights reserved. v5.0.6